শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার ধুনটে সারের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতে তদারকি

বগুড়ার ধুনটে সারের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতে তদারকি

বগুড়ার ধুনটে সারের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যামান আদালতের তদারকি করছেন। বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরুল আমিন ,ধুনট বাজার মেসার্স এশিয়া এন্টারপ্রাইজ,মেসার্স আল আমিন কনট্রাকশন, মেসার্স সাগর এন্টারপ্রাইজ ও এলাঙ্গী ইউনিয়নের মেসার্স মেছের এন্টারপ্রাইজ এবং নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজ সারের ডিলার ব্যবসায়ীদের কাছে গিয়ে সারের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার,সহকারী কৃষি কর্মকর্তা গৌরব চন্দ্র দাস। এসময় উপেজলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত বলেন, সরকারি নির্ধারণ করা সারের মূল্যের চাইতে কেউ বেশি নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

দৈনিক বগুড়া