শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি উদ্বোধন

আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি উদ্বোধন

খাদ্যশস্যের বাজার মূল্যে উর্ধগতি রোধ ও নিম্ন আয়ের জনগোষ্টিকে খাদ্য সহায়তা দেয়া এবং বাজার স্থিতিশীত রাখার লক্ষ্যে বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসুচীর ১৫ টাকা কেজি মূল্যে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির হেলালিয়া হাট এলাকায় এই কর্মসুচী উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা  উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানীসহ নেতৃবর্গ। অত্র ইউনিয়নের ৫৩১জন কার্ডধারি পরিবারের মাঝে ১৫ টাকা কেজি মূল্যে জনপ্রতি ৫ কেজি থেকে ৩০ কেজি পর্যন্ত চাল ক্রয় করতে পারবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী জানান, অত্র উপজেলার ছয়টি ইউনিয়নে ১৩ জন ডিলারের মাধ্যমে ২৫৫.১৫০ মেট্রিক টন চাল স্বপ্ল মূল্যে কার্ডধারি পরিবারের মাঝে বিক্রি করা হবে।

দৈনিক বগুড়া