শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাহালুতে বিনামূল্যে রোগীদের মাঝে চিকিৎসাসেবা প্রদান

কাহালুতে বিনামূল্যে রোগীদের মাঝে চিকিৎসাসেবা প্রদান

বগুড়ার কাহালুতে শেখাহার উচ্চ বিদ্যালয়ে দেড় হাজার মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। বৃহত্তর বগুড়া সমিতির আয়োজনে সোমবার সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত ফ্রি এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডাঃ মোশারফ হোসেন খন্দকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল, বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাসান আলী মোল্লা ও বগুড়া লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ।

মেডিক্যাল ক্যাম্পের সার্বিক তত্ত¡াবধানে থাকা উপ-কর কমিশনার মোঃ মোকাররম হোসেন জানান, একদিনের এই ফ্রি মেডিক্যালে ক্যাম্পে দেড় হাজার রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন  চিকিৎসা ২২জন বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়াও সকল রোগীকে বিনামুল্যে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। 

দৈনিক বগুড়া