শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনাতলায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

সোনাতলায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

বুধবার সকালে বগুড়ার সোনাতলায় জনপ্রতিনিধিদের নিয়ে খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয় বগুড়ার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযেগিতায় এ জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে ও হিসাবরক্ষণ অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয় বগুড়ার জেলা অফিসার রাসেল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বালুয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, জোড়গাছা ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মশিউর রহমান রানা,বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মন্ডল,রবিউল খান, নিপুন আনোয়ার কাজল, জামাল তালুকদার, হারুন অর রশীদ, তরিকুল ইসলাম, রেজাউল করিম, জাফর ইকবাল চপল, কোহিনুর বেগম, উম্মে কুলসুম, সাবিনা ইয়াসমিন। সভায় নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে জনসচেতনতামূলক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের অবহিত করা হয়।

দৈনিক বগুড়া