শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে বিনামূল্যে সার-বীজ পেলেন চার হাজার কৃষক

বগুড়ার শেরপুরে বিনামূল্যে সার-বীজ পেলেন চার হাজার কৃষক

বগুড়ার শেরপুর উপজেলার চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর)  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় চাষীদের মাঝে বিনামূল্যে গম, ভ‚ট্টা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পিয়াজ, মুগ ও মসুর ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  শাহজামাল  সিরাজী।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছামিদুল ইসলাম, আব্দুল হান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এই কর্মসূচির আওতায় উপজেলার ৯৫০ জন কৃষকের মাঝে গমের বীজ, ৫০০ জনকে ভ’ট্টা বীজ, ২,৫০০ জনকে সরিষা বীজ ৩০জন কৃষক সূর্যমূখী, ৩০ জনকে পেঁয়াজ, ৪০ জনকে মুগ ডালের বীজ ও ২০ জন কৃষকের মাঝে মসুর ডালের বীজ বিতরণ করা হচ্ছে। সেইসঙ্গে এসব ফসলের জন্য নির্দিষ্ট পরিমান সারও দেওয়া হচ্ছে সূত্রটি জানায়। 

দৈনিক বগুড়া