শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মিলেমিশে ব্রাজিল-আর্জেন্টিনার র‌্যালি

বগুড়ায় মিলেমিশে ব্রাজিল-আর্জেন্টিনার র‌্যালি

দল নিয়ে রেষারেষি নয়। বরং কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ র‌্যালি করেছে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক। এমন র‌্যালি হয়েছে বগুড়ার গাবতলীর সুখানপুকুর এলাকায়। বুধবার বিকেলে সুখানপুকুরের গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনা-ব্রাজিল যৌথ ফ্যান ক্লাব। 

আয়োজকরা জানান, বাংলাদেশে এটিই প্রথম যৌথ আনন্দ র‌্যালি। ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে সব সময় আক্রমণাত্মক আচরণ দেখা যায়। এই বিষয়টি ভুলে নিজেদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এমন র‌্যালির উদ্যোগ নেয়া হয়। 

র‌্যালিতে প্রায় দুই শতাধিক সমর্থক অংশ নেন। এর মধ্যে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে স্বজীব মাহমুদ,  সবুজ, রুমেল, রব্বানী, সজল,সম্রাট, আরিফ। রিফাত, রাসেল, সাদিক, সাইফুল ছিলেন। আর ব্রাজিলের সমর্থকদের মধ্যে ছিলেন অনুপ, প্রিন্স, মামুন, সুজিত, কুদ্দুস, বাবু, পুটু, ফারাজুল, সুমিতসহ অনেকে। 

র‌্যালির সমন্বয়ক মো. সাহানুর ইসলাম সাকিল বলেন, আর্জেন্টিনা ব্রাজিল বিশ্ব ফুটবলের সৌন্দর্য। তেমনি মেসি নেইমার রয়েছে আবেগের জায়গায়। আর্জেন্টিনা সাপোর্ট করলেও ব্রাজিল বা নেইমার বিহীন বর্তমান ফুটবল বিশ্ব রংহীন বিবর্ণ। একটি দল না থাকলে টুর্নামেন্টের আকর্ষণ শেষ। এজন্য চাই শেষদিন পর্যন্ত দু দল থাকুক। দু দলের জন্য শুভকামনা।

দৈনিক বগুড়া