শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মৎস্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় মৎস্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী মৎস্যজীবী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বগুড়ায় আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের জেলার সভাপতি রাসেল আহম্মেদ কনক। সভাপতির বক্তব্য তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সংগঠনকে সহযোগি সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আগামী দিনে মৎস্যজীবী লীগকে আরো সুসংগঠিত করতে তৃনমূল পর্যায়ে কাজ করে যাবো। জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে মৎস্যজীবী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকবে হবে। 

মৎস্যজীবী লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবিরুল ইসলাম পান্না, গোলাম আহাদ, সৈয়দ রায়হান, কুলছুমা পারভিন, অরুপ কুমার, শফিকুল ইসলাম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক মিঠু সরকার, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম বাপ্পী, দপ্তর সম্পাদক আব্দুল কাদির তানিন, আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, মহিলা বিষয়ক সম্পাদক রিমা, মাকছুদুর রহমান, লিটন, আরিফ, সৈকত, তৌহিদুর রহমান বাপ্পি, মেহেদী, সবুজ, শান্ত, শাওন প্রমুখ। 

দৈনিক বগুড়া