শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বগুড়ার শেরপুরে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ১১ পদাতিক  জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন। সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে শেরপুর উপজেলার মাগুরগাড়ী এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সব সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।  

পরে স্থানীয় জামুন্না পল্লী বন্ধু হাইস্কুল এন্ড কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬০০ দুস্থ পরিবারের মাঝে মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন শীতবস্ত্র বিতরণ করেন। সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন স্থানীয় দুস্থ ও গরীব-দুঃখীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। পুরো আয়োজনে বগুড়া সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দৈনিক বগুড়া