শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরের গোহাইলে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শাজাহানপুরের গোহাইলে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর স্ট্যান্ডে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী।

গোহাইল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মেহের আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর প্রেক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী, বিট অফিসার এস.আই হোসেন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মেজবাউল আলম, ইউপি সদস্য ফরিদ উদ্দিন, জাপা নেতা মুক্তার হোসেন, জামাদারপুকুর বন্দর বনিক সমিতির সেক্রেটারী রাশেদুল হাসান শাওন।

এতে অন্যান্যের মধ্যে অংশ নেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, যুবলীগ নেতা সবুজ সোনার, আরিফুর রহমান আকন্দ, স্বেচ্ছাসেবক লীগ সাবেক নেতা আবু বকর সিদ্দিক, মশিউর রহমান মিন্টু, শহিদুল ইসলাম, আঞ্জুয়ারা সহ স্থানীয়  গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সমাবেশে পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিয়ে নিরাপদ সমাজ বিনির্মাণে বিট পুলিশিং কার্যক্রম ও ৯৯৯ এর গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি, জুয়া, বার্মিজ চাকু, আত্মহত্যার কুফল, কিশোর গ্যাং, জঙ্গিবাদ, গুজব, বিকাশ প্রতারণা, সন্ত্রাস, চাঁদাবাজ মোকাবেলায় মানুষকে সচেতন হওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দৈনিক বগুড়া