শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাজাহানপুর থানা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ

শাজাহানপুর থানা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন, পুলিশ জনতা এক হলে সামাজিক অপরাধ নির্ম‚ল হবে। জনগণের সহায়তা পেলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির মতো অপরাধ থাকবেনা। তিনি আরও বলেন, বগুড়ায়  আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ বিষয়েও প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে।  শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ আয়োজনে শীতার্ত দু:স্থদেও মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানীর সভাপতিত্বে এবং ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কলামিস্ট মেজবাউল আলম প্রমুখ।

দৈনিক বগুড়া