শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

লাইট হাউসের লিগ্যাল এইড কমিটির ষান্মাসিক সমন্বয় সভা

লাইট হাউসের লিগ্যাল এইড কমিটির ষান্মাসিক সমন্বয় সভা

ডেমোক্রোসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে, ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস এ্যাকটিভিটি আর্থিক সহযোগিতায় জেলা লিগ্যাল এইড ও লাইট হাউস এর যৌথ আয়োজনে বুধবার জেলা জজ আদালত এর কনফারেন্স রুমে জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ষান্মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ইসলাম। ষান্মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, লাইট হাউসের নির্বাহী প্রধান হারুন অর রশিদ, জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারি জজ শরিফুল ইসলাম সহ উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও মহিলা সংরক্ষিত আসনের সদস্য, প্যানেল আইনজীবি, মিডিয়া প্রতিনিধি, লিগ্যাল এইডের বিভিন্ন কর্মীবৃন্দ। উক্ত সভায় মাঠ পর্যায়ের লিগ্যাল এইডের কার্যক্রম সচেতনতা, দ্বি-মাসিক সভা, ত্রৈমাসিক রির্পোট, কমিটির সদস্যদের তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করার মাধ্যমে জনগণের সরকারি আইনগত সহায়তা সেবা নিশ্চিত করা; তাদের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে তাদের অধিকার এবং ন্যায়বিচার পাওয়ার সুযোগ সম্পর্কে সজাগ করে তোলা; আইনগত সহায়তা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি আলোচনা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: