মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেফতার

আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে গাঁজার গাছসহ শহিদুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে শনিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘির ছাতিনগ্রামের নিমাইদীঘি কায়েম উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম তার নিজ বাড়ির ভিতরে অঙ্গিনার এক কোণে টিনের বেড়া দিয়ে গাঁজার গাছের চাষ করে। থানা পুলিশ গোপন সংবাদে গত শনিবার রাতে অভিযান চালিয়ে ১টি বড় আকারের তাজা গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে।

বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গাঁজার গাছ উদ্ধারসহ শহিদুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: