বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে বগুড়ায় ১২ সিলিন্ডারসহ ট্রাক আটক

অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে বগুড়ায় ১২ সিলিন্ডারসহ ট্রাক আটক

অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি সিলিন্ডারসহ একটি ট্রাক আটক করা হয়েছে।

রোববার ভোরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে আদালত সান্তাহার মালগুদাম এলাকা থেকে ট্রাকটি আটক করেন। ঐদিন দুপুরে হাই স্কুল মাঠে ট্রাকে অবৈধভাবে রাখা ১২ টি সিলিন্ডার থেকে গ্যাস গুলো বের করা হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহারের মিজানুর রহমান নামের এক ব্যক্তি বগুড়া সিএনজি ষ্টেশন থেকে গ্যাস সিলিন্ডারের বোতলে গ্যাস ভর্তি করে ট্রাকে করে সান্তাহার মালগুদাম এলাকায় নিয়ে খোলা অবস্থায় ভ্রাম্যমান ভাবে সিএনজি ও বিভিন্ন যানবাহনে পাইপের মাধ্যমে বিক্রি করে আসছিল। এতে এলাকায় বিস্ফোরণের আশংকা দেখা দেয়। এমন গোপন সংবাদের ভিক্তিতে রোববার ভোরে ভ্রাম্যমাণ আদালত ওই স্থানে অভিযান চালিয়ে গ্যাস ভর্তি ১২টি সিলিন্ডারসহ একটি ট্রাক আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: