শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

কাহালুতে কৃষক-কৃষাণীদের জন্য বিশ্রামাগারের উদ্বোধন

কাহালুতে কৃষক-কৃষাণীদের জন্য বিশ্রামাগারের উদ্বোধন

কৃষক-কৃষাণীরা সারা বছরই রৌদ-দুপুরে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান। তাদের কষ্টে অর্জিত ফসল ধনী-গরীবসহ সকল শ্রেণীপেশার মানুষের মুখের আহার।

কৃষক-কৃষাণীরা মাঠে রৌদ-দুপুরে পুড়ে কৃষি কাজ করে যখন হাফিয়ে যান তখন যাতে সামান্য স্বস্তি পান সেই কথা বিবেচনা করে এই প্রথম উপজেলার চিরতা সুখানগাড়ীতে নির্মাণ করা হলো কৃষক-কৃষাণীর বিশ্রামাগার। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সু-পরামর্শে এই উদ্যোগ নেন জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন খোকন। ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের ১ লাখ টাকা ও চেয়ারম্যানের ব্যক্তিগত আরও প্রায় ৮০ হাজার টাকা খরচ করে এই বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এই বিশ্রামাগারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন খোকনসহ ইউপি মেম্বার ও স্থানীয় কৃষক বৃন্দ। বিশ্রামাগার উদ্বোধনের পর স্থানীয় কৃষকরা এই উদ্যোগের প্রসংশা করেছেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: