শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

সারিয়াকান্দিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সারিয়াকান্দিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সংগৃহীত

‘‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই সমৃদ্ধি’’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯জানুয়ারি) সকালে আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল মন্টু মন্ডল।

এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, কলেজের প্রভাষক মোতাহার ইসলাম, হারুন, আসাদুজ্জামান নুর সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৯ টি স্টল বসানে হয়েছে। শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।

সর্বশেষ: