শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

সোনাতলায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত

সোনাতলায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত

সংগৃহীত

রোববার দুপুরে বগুড়া’র সোনাতলায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সোনাতলা বগুড়া’র আয়োজনে উপজেলার বড় বালুয়া গ্রামে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ মাসুদ পারভেজ এর সঞ্চালনায় মাঠ দিবস ও কারিগরি আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের উপ-পরিচালক সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বনানী, বগুড়া আঃজাঃমুঃ আহসান শহীদ সরকার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, বগুড়া মোঃ শাহাদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসল এর উৎপাদন বৃদ্ধি প্রকল্প, বগুড়া অঞ্চল মোঃ আখেরুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালুয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। অনুষ্ঠানে ১ শ’ ৫০ এর অধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

সর্বশেষ: