রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

শাজাহানপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

রবিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহিদুল হক আরজু, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোতারব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক  বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা ইসলামি ফাউন্ডেশন বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খতমে কোরআন ও বিশেষ দোয়া মোনাজাত  আয়োজন করে।

তবে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শিশু কিশোর সমাবেশ আয়োজন কিছুটা সীমিত ছিলো।

সর্বশেষ: