শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সোনাতলায় এন্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সোনাতলায় এন্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সংগৃহীত

বৃহস্পতিবার সকালে সোনাতলায় বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে এন্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

ইকো-সোস্যাল ডেভেলোপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহযোগিতায় এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা’র সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিভিন্ন শ্রেণি-পেশার ৩৮ জন অংশগ্রহণ করেন।ওরিয়েন্টেশন পরিচালনা করেন সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী (প্রোগ্রাম) শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের রংপুর প্রতিনিধি শাহীন সুলতানা, কৃষি অফিসার সোহরাব হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আয়েশা সিদ্দিকা, থানা ইন্সপেক্টর (তদন্ত) আবু সুফিয়ান, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক, ইএসডিও’র জেড এম রফিকুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী মোঃ শাহীন, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ।