শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সোনাতলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন ইউএনও

সোনাতলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন ইউএনও

সংগৃহীত

সোমবার বিকেলে সোনাতলায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, পৌর কাউন্সিলর মশিউর রহমান রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, নিপুন আনোয়ার কাজল, সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ ও জাহিনুর ইসলাম। মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন একটি আধুনিক, সুন্দর সোনাতলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে সকালে একই মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, কৃষি অফিসার সোহরাব হোসেন,মহিলা বিষয়ক অফিসার মাঈদুল হক, পৌর কাউন্সিলর মশিউর রহমান রানা, সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, উপজেলা খেলাঘরের সভাপতি মহসীন আলী তাহা, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, আলোর প্রদীপ চেয়ারম্যান এম মেহেরুল ও সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন।

সর্বশেষ: