শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাহালুতে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

কাহালুতে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে  রোববার আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপজেলা চত্বরে পান্তাভাতের স্টলসহ বিভিন্ন স্টলে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এঁর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, মোছাঃ রওশন আরা, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা

দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকছুদুর রহমান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বর্ণের মানুষ। 

উপজেলা প্রশাসনের অনুষ্ঠান ছাড়াও কাহালু উপজেলার বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ উদযাপনের খবর পাওয়া গেছে।  

সর্বশেষ: