বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন সাহাদারা এমপি

সারিয়াকান্দিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন সাহাদারা এমপি

সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে পাবলিক লাইব্রেরি মাঠে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ এ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

মেলার উদ্ধোধনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, পৌর মেয়র মতিউর রহমান মতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত দিয়ে শুরু করেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ আবদুল্লাহ।

এসময় যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস সবুর সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক উল হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তমাল মাহমুদ।

উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার গবাদি পশু গাভী (গরু), ষাড়,ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর প্রদর্শনে মোট ৬৩টি স্টল অংশগ্রহন করে।এ সময় ৪টি ক্যাটাগরিতে ১৬জন খামারীকে পুরস্কার ও অংশগ্রহনকারীদের মধ্যে নগদ অর্থ ও প্রদর্শনী সনদপত্র বিতরণ করা হয়।

সর্বশেষ: