শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ায় গুণীজন সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান

বগুড়ায় গুণীজন সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান

সংগৃহীত

বগুড়া জেলার শাজাহানপুরে ‘গুণীজন সংবর্ধনা এবং কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামে জালশুকা দক্ষিণ পূর্বপাড়া (আমতলা) ছাত্র সংঘের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক মো. সোহরাব হোসেন ছান্নু। এছাড়াও বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, খোট্রাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক প্রমুখ।

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের প্রভাষক মো. মুনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রামের ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও অন্যান্য পেশারসহ মোট ২৮ জন গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক গুরুর মর্যাদা যে সমাজে থাকে না, সে সমাজে  ধীরে ধীরে পচন ধরে। সমাজে শিক্ষকের স্থান সবার উপরে। কোনো কিছুতেই শিক্ষা গুরুর ঋণ শোধ করা সম্ভব নয়।

তারা আরও বলেন, বখাটেপনা ও মাদকের ভয়াল থাবা যাতে সমাজকে গ্রাস করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

সর্বশেষ: