রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ার মহাস্থানগড় মাজারের আলোচনা সভায় ইউএনও

বগুড়ার মহাস্থানগড় মাজারের আলোচনা সভায় ইউএনও

সংগৃহীত

সোমবার বিকালে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান (রঃ) এর মাজারে ওরস শরিফ উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মহাস্থান মাজার মসজিদ কমিটির আয়োজনে ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার মসজিদের সাধারন সম্পাদক তাহমিনা আক্তারের সভাপতিত্বে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি, মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) জিল্লুর রহমান, ইউপি সদস্য বেলাল মন্ডল, আলমগীর হোসেন লালু, ওবায়দুর রহমান, মহসিন আলী, মাষ্টার আমিনুল ইসলাম, পানি ইন্না, আবু বক্কর সিদ্দিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, শেষ বৃহস্পতিবার শুধু ধর্মীয় কাজ ছাড়া অনৈতিক কোন কর্মকান্ড মাজার এলাকায় চলবেনা। যারা এধরনের কাজের সাথে জড়িত থাকবে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে দেওয়া হবে। এদিনে পোষাকে ও সাদা পোষাকে আইনশৃংখোলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করবে। এদিনে মাজার এলাকায় কোন মাদক সেবন ও গাঁজার ধোয়া উড়বেনা।

প্রসঙ্গতঃ প্রতি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এ ওরস মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ: