শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

সাফল্য ধরে রেখেছে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো

সাফল্য ধরে রেখেছে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো

সংগৃহীত

এসএসসি পরীক্ষায় বরাবরের মতো সাফল্য ধরে রেখেছে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শতভাগ পাসসহ জিপিএ-৫ প্রাপ্তিতে সফল বগুড়ার শিক্ষার্থীরা। প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ চিত্র দেখা গেছে। চলতি বছরে বগুড়ায় মোট ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩১ হাজার ৭০৭ জন, যা শতকরায় ৮৯ দশমিক ৯২ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ৫৭৪ জন। নিয়মিত বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এমন ভালো ফলাফল বলে মনে করেন সচেতন মহল।

এবার এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া জিলা স্কুল সেরা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থানে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। বগুড়া জিলা স্কুলে ২৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ২৩০ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩৭১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪২ জন।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে ৪৪৪ জন শিক্ষার্থীদের মধ্যে সবাই পাস করেছে। এদের মধ্যে ৪০৪ জন জিপিএ-৫ পেয়েছে, যা শতকরায় ৯০ দশমিক ৯৯ শতাংশ। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৪৮ জনের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন, যা শতকরায় ৮৯ দশমিক ৬৬ শতাংশ। বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩৬ জনের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন, যা শতকরায় ৮৬ দশমিক ০১ শতাংশ।

বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজ থেকে এবার ৫৩ জনের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন, যা শতকরায় ৮৩ দশমিক ১ শতাংশ। টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১১২ শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। তাদের মধ্যে ৯০ জন জিপিএ-৫ পেয়েছে, যা শতকরায় ৮০ দশমিক ৩৫ শতাংশ। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই পাস করেছে। এছাড়া তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন, যা শতকরায় ৭২ দশমিক ৩৭ শতাংশ। বগুড়া বীট মডেল স্কুল কলেজ থেকে শতভাগ পাস করেছে। নতুন এই প্রতিষ্ঠান থেকে ২৫ জন শিক্ষার্থীদের ১০ জন জিপিএ-৫ পেয়েছে।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী জানান, প্রতি বছরের ন্যায় এবারো জিলা স্কুল ভালো ফলাফল করেছে, পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষ স্থান অর্জন করেছে। আগামীতেও আরও ভালো ফলাফল করবে বলে তিনি প্রত্যাশা করেন।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু জানান, স্কুলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করাসহ শিক্ষার্থীদের বোর্ড বই পড়ানোসহ পরীক্ষার আগে বাড়তি যত্ন নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও শিক্ষক, অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফলাফল বলে তিনি জানান

সর্বশেষ: