শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

গাবতলীতে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুরঃএকত্রীকরণে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গাবতলীতে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুরঃএকত্রীকরণে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সংগৃহীত

সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ” এই স্লোগানকে সামনে রেখে গাবতলী উপজেলা প্রশাসন ও বগুড়া ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে গতকাল মঙ্গলবার গাবতলী উপজেলা পরিষদ হলরুমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুরঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। ইউএনও মোছাঃ নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক আতিকুর রহমান।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান রোকন তালুকদার, আব্দুল ওহাব, ফারুক আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শহিদুল ইসলাম, প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভূইয়া, বগুড়া ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আনিছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিদেশ প্রত্যাগত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ: