শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সারিয়াকান্দিতে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্প সেমিনার

সারিয়াকান্দিতে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্প সেমিনার

সংগৃহীত

“প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি” স্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও বগুড়া ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সেমিনারে প্রবাসী কল্যান ব্যাংক বগুড়া অঞ্চল সহকারি মহাব্যবস্থাপক হাসান মোহাম্মদ সাহারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান। এসময় বগুড়া ওয়েলফেয়ার সেন্টার সহকারি পরিচালক মোঃ আনিছুর রহমান, কাউন্সিলর এ এসএম আতিকুর রহমান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত জামিল,কর্ণিবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম,সাংবাদিক, বিদেশ ফেরত প্রবাসীরা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাউন্সিলর মোঃ মেহেদী হাসান খান।

সর্বশেষ: