রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

নন্দীগ্রামে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়া সিভিল সার্জন অফিস বগুড়ার বাস্তবায়নে এবং লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মমন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) হল রুমে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন মন্ডল এর সভাপতিত্বে এবং জেলা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, মেডিকেল অফিসার ডা. জোর্তিময় কবিরাজ, বগুড়া জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, বিজরুল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল খালেক, বৈদিক সংঘ ও মঠ পরিচালক অরুন জ্যোতি, ইউপি সদস্য হাশেম আলী, মহিলা ইউপি সদস্য বেবি নাজনীন, সহকারী শিক্ষক এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, ১দিনব্যাপী কর্মশালায় মাদকের ভয়াবহ দিক নিয়ে এবং কিভাবে মাদক বিরোধী জনসচেতনতা বৃষ্টি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ: