রোববার, ১৬ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

বগুড়ায় মজুদ রাখা ২ লক্ষাধিক ডিম উদ্ধার, ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় মজুদ রাখা ২ লক্ষাধিক ডিম উদ্ধার, ৩০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকার কাফেলা কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে কোল্ড স্টোরেজে মজুদ করা ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কোল্ড স্টোরেজের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী জানান, বাজারে ডিমের কৃত্রিম সংকট সৃষ্টি করতে অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে ডিম মজুদ করে রেখেছে এই মর্মে খবর পেয়ে বগুড়া কাফেলা কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ডিম গুলো উদ্ধার করি। পরে ডিমগুলো বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। এ সময় কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ: