শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সোনাতলায় খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সোনাতলায় খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সংগৃহীত

বগুড়ার সোনাতলায় খাদ্যগুদামের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে উপজেলা খাদ্য গুদামে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান অছিয়া আক্তার রুনা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহ মোঃ শাহেদুল রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, মিল মালিক সমিতির সভাপতি সিরেজ বেপারি, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন সরদার, হরিখালী খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, পল্লী বিদ্যুৎ সমিতির-২ পরিচালক মাহফুজুর করিম টফি, পৌর কাউন্সিলর মশিউর রহমান রানা, মেসার্স তানভীর এন্টারপ্রাইজ স্বত্তাধিকারী সালাউদ্দিন পল্লবসহ মিল মালিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪ অর্থবছরে ৬৪৬ মেট্রিক টন ধান ও ২০৭৯ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচিত টিপুসুলতান মুন্সি কৃষকের নিকট থেকে ৩ টন ধান, ও আজাদ এগ্র ফুডস এবং উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ৩ টন চাল সরবরাহ করেন।

সরকারি ভাবে ধানের প্রতি কেজি ৩২ টাকা ও চালের ৪৫ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে।

সর্বশেষ: