সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

সোনাতলায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সাহাদারা এমপি

সোনাতলায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সাহাদারা এমপি

সংগৃহীত

শনিবার দুপুরে বগুড়ার সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখেন। পরে উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া বেগম রুনা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ পারভেজ, রবিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, এক্সিম ব্যাংক সোনাতলা শাখার ব্যবস্থাপক আব্দুর রউফ, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক।

পরে উপজেলার ৬ শ’ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে ধানের বীজ বিতরণ করা হয়।

সর্বশেষ: