শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

সংগৃহীত

বগুড়া গাবতলীর সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার পরিষদ কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন অত্র ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ।

ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ জানান, এই বাজেটে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ যেমন, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাট, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন, ইউপি সচিব (অতিরিক্ত) মোছাঃ তাহমিনা আকতার, ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ শিরিন আকতার, মোছাঃ মর্জিনা খাতুন, ইউপি সদস্য রেজাউল করিম, আশরাফ আলী, শহিদুল ইসলাম সরকার বাদল,আবু সাইদ খান, পাতা প্রামানিক, স্বপন প্রামানিক, রাসেল মন্ডল, আব্দুস সালাম, হিসাব সহকারী সবুজ আহম্মেদ, উদ্যোক্তা আল আমিন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ: