মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। 

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারি সেক্রেটারি আল-আমিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহীন মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি সফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী সফিক প্রমূখ। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সেক্রেটারি আনোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, যুব ও ক্রীড়া বিভাগে প্রচার সহ-সভাপতি এনামুল হক রানা, প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম সোহেল, মোকাম্মেল হক, আবু সুফিয়ান পলাশসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার আমির, সেক্রেটারিসহ নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় ৮নং ওয়ার্ডকে টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে ৪নং ওয়ার্ড। চরম উত্তেজনায় ভরা ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় সরাসরি টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়।