
সংগৃহীত
যমুনা নদী ভাঙন রোধে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী কাজ করনে একটি প্রকল্প প্রস্তাবনার ভিত্তিতে স্টাডির আলোকে প্রকল্প নকশা প্রণয়নের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (নকশা) মাহফুজুর রহমান।শুক্রবার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী পলি দাস, উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির প্রমুখ।
সেই সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (নকশা) মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেছেন, যমুনা নদী ভাঙন রোধে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী কাজ করতে একটি প্রকল্প প্রস্তাবনা করা হয়েছে।
প্রকল্প প্রস্তাবনার ভিত্তিতে স্টাডি চলছে। স্টাডির আলোকে প্রকল্প নকশা প্রণয়নের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। পরিদর্শন করে এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং তাদের চাহিদার কথা শুনেছি। পরিদর্শনে দেখা গেছে সারিয়াকান্দির গোদাখালী এলাকায় যমুনা নদীর ভাঙন রয়েছে।
এ সবকিছু বিবেচনায় এবং এলাকাবাসীর চাহিদার উপর ভিত্তি করে, তাদের কষ্টের কথা চিন্তা করে বগুড়া সারিয়াকান্দি এবং ধুনট উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষা করতে একটি বড় প্রকল্প প্রণয়ন করা হবে।
প্রকল্প নকশা অনুযায়ী সারিয়াকান্দি ইছামারা থেকে ধুনট উপজেলার শহরাবাড়ী পর্যন্ত ৮ কিলোমিটার এবং দুই উপজেলার বিভিন্ন এলাকার ৪ কিলোমিটার এলাকায় মেরামত কাজ বাস্তবায়ন করা হবে। নকশা প্রণয়নের পর প্রকল্পটির প্রপোজাল করতে হবে এবং এরপর ডিপিপি প্রণয়ন করতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে যমুনা নদীর ভাঙন থেকে বগুড়াবাসী রক্ষা পাবে।