সংগৃহীত
বগুড়ায় চার হাজার পিচ ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। শনিবার (৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান। এরআগে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে চার হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন–বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের মুনজুল হক এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মহেষ খালিয়াপাড়ার মনির আহমদ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, “শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার মোকামতলা–সোনাতলা রাস্তায় শিবগঞ্জ উপজেলার সাব্বিজান মোড়ে পুলিশ বক্সের সামনে সোনাতলাগামী যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এ সময় বাসযাত্রী মুনজুল হককে আটক করে তার জ্যাকেটের পকেট থেকে দুই হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকালে ঢাকা–বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে যাত্রী মনির আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে দুই হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।”
তিনি আরও জানান, “গ্রেফতার দুইজনের নামে বগুড়ার শিবগঞ্জ ও শাজাহানপুর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।”




















