সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

আমনখেতে কৃষকের ব্যস্ততা

আমনখেতে কৃষকের ব্যস্ততা

সংগৃহীত

আমন ধান রোপণের মৌসুমে ব্যস্ততা বেড়েছে কৃষকের। কেউ বীজতলা থেকে ধানের চারা তুলছেন, কেউ খেত প্রস্তুত করছেন। কেউবা রোপণ করছেন ধানের চারা। খেতজুড়ে চোখে পড়ে কিষান-কিষানির ব্যস্ততার ছবি। ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দি, তাম্বুলখানাসহ আশপাশের গ্রামগুলো ঘুরে এসব ছবি সম্প্রতি তোলা:

১ / ৮

আমনের বীজতলায় সেচ দিচ্ছেন কৃষক।

আমনের বীজতলায় সেচ দিচ্ছেন কৃষক।

২ / ৮

বীজতলা থেকে ধানের চারা রোপণের জন্য তুলে আনা হয়েছে।

বীজতলা থেকে ধানের চারা রোপণের জন্য তুলে আনা হয়েছে।

৩ / ৮

আমনের খেত তৈরিতে ব্যস্ত একজন কৃষক।

আমনের খেত তৈরিতে ব্যস্ত একজন কৃষক।

৪ / ৮

সারি ধরে ধানের চারা রোপণ করা হচ্ছে।

সারি ধরে ধানের চারা রোপণ করা হচ্ছে।

৫ / ৮

দল বেঁধে ধান রোপণ করছেন কৃষকেরা।

দল বেঁধে ধান রোপণ করছেন কৃষকেরা।

৬ / ৮

খেত থেকে আগাছা সরিয়ে নিচ্ছেন একজন নারী।

খেত থেকে আগাছা সরিয়ে নিচ্ছেন একজন নারী।

৭ / ৮

বাড়ন্ত ধানের খেতে ছিটিয়ে দেওয়া হচ্ছে সার।

বাড়ন্ত ধানের খেতে ছিটিয়ে দেওয়া হচ্ছে সার।

৮ / ৮

কাজের ফাঁকে খেতের পাশে বসে দুপুরের খাবার খাচ্ছেন কৃষকেরা।

কাজের ফাঁকে খেতের পাশে বসে দুপুরের খাবার খাচ্ছেন কৃষকেরা।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ: