
সংগৃহীত
আমন ধান রোপণের মৌসুমে ব্যস্ততা বেড়েছে কৃষকের। কেউ বীজতলা থেকে ধানের চারা তুলছেন, কেউ খেত প্রস্তুত করছেন। কেউবা রোপণ করছেন ধানের চারা। খেতজুড়ে চোখে পড়ে কিষান-কিষানির ব্যস্ততার ছবি। ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দি, তাম্বুলখানাসহ আশপাশের গ্রামগুলো ঘুরে এসব ছবি সম্প্রতি তোলা:
১ / ৮
আমনের বীজতলায় সেচ দিচ্ছেন কৃষক।
২ / ৮
বীজতলা থেকে ধানের চারা রোপণের জন্য তুলে আনা হয়েছে।
৩ / ৮
আমনের খেত তৈরিতে ব্যস্ত একজন কৃষক।
৪ / ৮
সারি ধরে ধানের চারা রোপণ করা হচ্ছে।
৫ / ৮
দল বেঁধে ধান রোপণ করছেন কৃষকেরা।
৬ / ৮
খেত থেকে আগাছা সরিয়ে নিচ্ছেন একজন নারী।
৭ / ৮
বাড়ন্ত ধানের খেতে ছিটিয়ে দেওয়া হচ্ছে সার।
৮ / ৮
কাজের ফাঁকে খেতের পাশে বসে দুপুরের খাবার খাচ্ছেন কৃষকেরা।
সূত্র: প্রথম আলো