শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

এরশাদের আসনে জাপার প্রার্থী ছেলে সাদ

এরশাদের আসনে জাপার প্রার্থী ছেলে সাদ

 

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহী সাদ।

রোববার জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ ঘোষণা দেন। তিনি বলেন, মতবিরোধ থাকলেও এরশাদের পরিবারের বাইরে কাউকে প্রার্থী করা হলে তা রংপুরের জনগণ মেনে নেবে না।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ মারা যান। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এরশাদের মৃত্যুতে শূন্য এ আসনে ভোট হবে আগামী ৫ অক্টোবর।

এর আগে গত মঙ্গলবার জাপার বনানী কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাদ এরশাদ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: