শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘর থেকে বেরিয়ে রাসূল (সা.) আল্লহর কাছে যা থেকে আশ্রয় চাইতেন

ঘর থেকে বেরিয়ে রাসূল (সা.) আল্লহর কাছে যা থেকে আশ্রয় চাইতেন

জীবিকার তাগিদ কিংবা নানান কাজে কর্মে আমাদের প্রতিদিন ঘর থেকে বের হতেই হয়। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.)ও বিভিন্ন কাজে ঘর থেকে বের হতেন। তিনি ঘর থেকে বের হওয়ার সময় সংক্ষেপে অনেকগুলো বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যা মুসলিম উম্মাহর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

হাদিসে ঘোষিত এসব আশ্রয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওঠে এসেছে। শুধু নিজের কল্যাণে নয় বরং নিজের দ্বারা যেন অন্যের ক্ষতিও না হয়; সে ব্যাপারেও রয়েছে প্রার্থনা। হাদিসে পাকে এসেছে-
১. হজরত উম্মে সালামাহ (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) যখনই আমার ঘর থেকে বের হতেন, তখন আকাশের দিকে মাথা তুলে বলতেন-
اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আউজুবিকা আন আদিল্লা আও আদাল্লা আও আযিল্লা আও আযাল্লা আও আজলিমা আও আজলামা আও আঝহালা আও ইউঝহালা আলাইয়্যা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে পথভ্রষ্ট করা বা পথভ্রষ্ট হওয়া থেকে আশ্রয় চাই। আরও আশ্রয় চাই গুনাহ করা বা গুনাহের দিকে ধাবিত হওয়া থেকে, অত্যাচার করা বা অত্যাচারিত হওয়া থেকে, অজ্ঞতা প্রকাশ করা বা মুর্খতার পাত্র হওয়া থেকে।’ (আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ)

এছাড়াও রাসূলুল্লাহ (সা.) অন্য একটি দোয়া পড়তেন। যে দোয়া পড়ে ঘর থেকে বের হলে মানুষ ৩টি বিশেষ মর্যাদা পায়। তাহলো- হেদায়াত, নিরাপত্তা ও সুরক্ষা। হাদিসের বর্ণনাটি হলো-
২. হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলবে-
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’
অর্থ : আল্লাহর নামে ভরসা করছি; আল্লাহ ছাড়া কোনো অবস্থা বা কোনো শক্তি নেই।’

তখন তাকে বলা হয়-
> তুমি হেদায়াত প্রাপ্ত হয়েছো;
> তুমি রক্ষা পেয়েছো ও
> তুমি নিরাপত্তা লাভ করেছো।
সুতরাং শয়তানরা তার থেকে দূর হয়ে যায় এবং অন্য এক শয়তান বলতে থাকে- ‘তুমি ওই ব্যক্তিকে কি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে!’ (আবু দাউদ, তিরমিজি)

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর সবাইকে ঘর থেকে বাইরে বের হওয়ার সময় উল্লেখিত দোয়া দুইটি পড়ার মাধ্যমে হেদায়াত, নিরাপত্তা ও সুরক্ষা পাওয়ার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত অন্যান্য সুবিধাগুলো পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই