
সংগৃহীত
আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ বা উপাস্য নেই । তিনি এক এবং অদ্বিতীয়। তার সমকক্ষ কেউ নেই। পবিত্র কোরআনের সুরা নাহলের ৫১ নম্বর আয়াতে তিনি মানুষকে তার সাথে আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ না করার জন্য নির্দেশ দিচ্ছেন।
সাথে সাথে এ ঘোষণাই দিয়েছে যে, তিনিই একমাত্র ইলাহ এবং তাকেই একমাত্র ভয় করার জন্য আদেশ দিয়েছেন। কেননা, ভাল-মন্দ তার হাতেই। তিনি ছাড়া আর কেউ কারো ভাল-মন্দ করার ক্ষমতা রাখে না। বর্ণিত হয়েছে—
وَ قَالَ اللّٰهُ لَا تَتَّخِذُوۡۤا اِلٰـهَیۡنِ اثۡنَیۡنِ ۚ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَاِیَّایَ فَارۡهَبُوۡنِ
আর আল্লাহ বলেছেন, ‘তোমরা দুই ইলাহ গ্রহণ করো না। তিনি তো কেবল এক ইলাহ। সুতরাং তোমরা আমাকেই ভয় কর।’ (সুরা নাহল, আয়াত : ৫১)
আল্লাহ ছাড়া দুই বা একাধিক ইলাহ থাকলে কি ধরনের ক্ষতি হতে পারতো কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ তায়ালা তা বলেছেন। বর্ণিত হয়েছে, যদি এতদুভয়ে আল্লাহ ছাড়া আরও অনেক ইলাহ থাকত তাহলে তা ধ্বংস হয়ে যেত। (সুরা আল-আম্বিয়া, আয়াত : ২২)
এক হাদিসে রাসুল (সা.) বলেছেন—
যে সাক্ষ্য দিল, আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোন শরীক নেই, আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আর নিশ্চয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসুল এবং সে কালেমা যা তিনি মারইয়ামকে পৌছিয়েছেন ও তার পক্ষ থেকে একটি রূহ মাত্র। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তার আমল যাই হোক, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। (বুখারি, হাদিস : ৩৪৩৫)
সূত্র: ঢাকা পোষ্ট