সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

হাদিসে নেক কাজ ও পাপের পরিচয়

হাদিসে নেক কাজ ও পাপের পরিচয়

সংগৃহীত

স্বভাবগত কারণে নেক আমলের তুলনায় পাপের প্রতি বেশি আগ্রহী হয় মানুষ। কারণ, মানুষের স্বভাবকে এমন সৃষ্টি করা হয়েছে, যাতে পাপ কাজ তার কাছে আকর্ষণীয় মনে হয় এবং নেক কাজ তুলনামূলকভাবে কম আগ্রহ সৃষ্টি করে।

এক হাদিসে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে। (বুখারি, হাদিস : ২৪৫৫) 

কোরআন ও হাদিসে মানুষকে নেক কাজে প্রতিযোগিতা এবং পাপ কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। বর্ণিত হয়েছে—

‘আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও যমীনের সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে।  যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন। (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৩-১৩৪)।

নেক আমল ও পাপের মাধ্যমেই মূলত মানুষের পরকালের ভালো-মন্দ নির্ধারিত হয়। পাপ থেকে বিরত থাকা এবং বেশি বেশি পুণ্য করার জন্য পাপ-পুণ্যের পরিচয় জানা জরুরি। রাসুল (সা.) হাদিসে পাপ-পুণ্যের পরিচয় তুলে ধরেছেন। এক হাদিসে সৎকাজ ও পাপকাজের সংজ্ঞায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

বির বা সৎকাজ হচ্ছে, সচ্চরিত্রতা। আর পাপ হচ্ছে, যা তোমার অন্তরে উদিত হয় অথচ তুমি চাও না যে, মানুষ সেটা জানুক। (মুসলিম, হাদিস : ২৫৫৩)

অপর হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বির বা সৎকাজ হচ্ছে, যাতে অন্তর শান্ত হয়, চিত্তে প্রশান্তি লাভ হয়। আর পাপ হচ্ছে, যাতে অন্তর শান্ত হয় না এবং চিত্তেও প্রশান্তি লাভ হয় না, যদিও ফতোয়াপ্রদানকারীরা তোমাকে ফতোয়া দিয়ে থাকুক। (মুসনাদে আহমাদ ৪/১৯৪)

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: