শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুইটার আরও বেশি কঠোর অবস্থানে

টুইটার আরও বেশি কঠোর অবস্থানে

সামাজিক মাধ্যমগুলো নিজস্ব প্ল্যাটফরমে কোভিড মহামারির তথ্যের প্রচারে আগের চেয়ে সতর্ক হয়েছে। নীতিমালা কঠোর করে বেড়েছে ভুয়া তথ্য ও মিথ্যাচার ঠেকানোর তৎপরতা। তারই অংশ হিসাবে এবার টুইটারে নিষিদ্ধ হয়েছেন এক মার্কিন কংগ্রেস সদস্য।

চারবারের বেশি কোভিড নীতিমালা ভাঙার কারণে জর্জিয়ার কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিনের ব্যক্তিগত অ্যাকাউন্ট ‘স্থায়ীভাবে স্থগিত’ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। টুইটার মুখপাত্র কেটি রোসবরো জানিয়েছেন, প্ল্যাটফরমের কোভিড-১৯ নীতিমালা ‘বারবার ভাঙার’ কারণে ‘স্থায়ীভাবে স্থগিত’ করা হয়েছে গ্রিনের অ্যাকাউন্ট।

‘আমরা আগেই পরিষ্কার বলেছিলাম যে, বারবার নীতিমালা ভাঙলে স্ট্রাইক ব্যবস্থা অনুযায়ী আমরা ওই অ্যাকাউন্টগুলো স্থায়ীভাবে স্থগিত করব।’ ২০২১ সালের মার্চ মাস থেকে ‘ফাইভ-স্ট্রাইক’ ব্যবস্থা চালু করেছে টুইটার। কোভিড-১৯ নিয়ে কোনো পোস্টে ভুয়া বা মিথ্যা তথ্য থাকলে ওই অ্যাকাউন্ট লক করে দেয় সাইটটি। যতবার অ্যাকাউন্ট থেকে ওই ধরনের ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা হবে, তত লম্বা হবে ওই শাস্তিমূলক পদক্ষেপ।

দৈনিক বগুড়া