শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাটার সবচেয়ে ছোট ই-কার এলো বাজারে

টাটার সবচেয়ে ছোট ই-কার এলো বাজারে

কয়েকদিন আগেই নতুন ই-কার টাটা টিয়াগো বাজারে আনার ঘোষণা দিয়েছিল সংস্থাটি। সম্প্রতি ভারতের বাজারে এলো বহুল প্রতীক্ষিত গাড়িটি। টাটা ঘোষণা করেছিল, এটি হবে তাদের সবচেয়ে কম দামের ই-কার। এমনকি এটিই সবচেয়ে ছোট ই-কার বলেও দাবি করছে টাটা।

টাটা বৈদ্যুতিক গাড়ি নির্মাণে মনোযোগ দিয়েছে বেশ কয়েক বছর আগেই। এরই মধ্যে টাটার দুটি বৈদ্যুতিক গাড়ি বাজার মাতাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে বাজারে মোট ১০টি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে এই সংস্থার। এবার নিয়ে এলো টাটা টিয়াগো ই-কার। চলুন দেখে নেওয়া যাক এর দাম সম্পর্কে-

অল-ইলেকট্রিক হ্যাচব্যাকটি ভারতে ৮ লাখ ৪৯ হাজার টাকায় (এক্স-শোরুম) এবং সর্বশেষ হাই-এন্ড ট্রিমের দাম ১১ লাখ ৭৯ হাজার টাকা (এক্স-শোরুম)। এটির ব্যাটারি থাকছে ২৪ কিলোওয়াট এবং ৭.২ কিলোওয়াট চার্জার। এই ইলেকট্রিক গাড়িকে সম্পূর্ণ ভাবে চার্জ করতে সময় লাগবে ৩ ঘণ্টা ৩৬ মিনিট। তবে ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করে চার্জ করলে ১০-৮০ শতাংশ চার্জ হতে গাড়িটি সময় নেবে মাত্র ৫৭ মিনিট।

এছাড়াও অন্য ভ্যারিয়েন্টগুলোতে ছোট একটি ১৯.২ কিলোওয়াট ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। সেগুলোতে ৩.৩ কিলোওয়াট চার্জার থাকছে। এখন ১৯.২ কিলোওয়াট প্যাকের গাড়িগুলো একবার চার্জে ২৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে এবং বড় ব্যাটারি অর্থাৎ ২৪ কিলোওয়াট ব্যাটারি প্যাকের টিয়াগো ইভি একবার চার্জে ৩১৫ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। গাড়িটি মাত্র ৫.৭ সেকেন্ডের মধ্যেই ০-৬০ কিলোমিটার পার আওয়ার স্প্রিন্ট করতে পারবে।

টাটা টিয়াগো এক্সটি মডেলের দাম থাকছে ৯ লাখ ৯ হাজার রুপি। এক্সটি ২৪ কিলোওয়াট ব্যাটারি প্যাকের গাড়িটির দাম ৯ লাখ ৯৯ হাজার। এক্সজেড+ এর দাম ১০ লাখ ৭৯ হাজার, এক্সজেড+ টেক লাক্স ১১ লাখ ২৯ হাজার, এক্সজেড+ ২৪ কিলোওয়াট ব্যাটারি প্যাকের গাড়িটির দাম থাকছে ১১ লাখ ২৯ হাজার রুপি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দৈনিক বগুড়া