শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ঘরে বসে আজীবন কাজ কর্মীর মঙ্গলের জন্য ক্ষতিকর : সত্য নাদেলা

ঘরে বসে আজীবন কাজ কর্মীর মঙ্গলের জন্য ক্ষতিকর : সত্য নাদেলা

টুইটারসহ প্রযুক্তি বিষয়ক কিছু কোম্পানি তাদের কর্মীদের আজীবন ঘরে বসে কাজ করার পক্ষ অবলম্বন করেছে। এর প্রেক্ষিতে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা এ মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

তিনি বলেন, কর্মীরা স্থায়ীভাবে ঘরে বসে কাজ করলে তাতে সামাজিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মীর মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কারণ, মুখোমুখি মিটিংয়ে যেভাবে ভাব বিনিময় করা যায় ভার্চুয়াল বা ভিডিও কলে তেমনটা করা যায় না। তিনি বলেন, এমন ব্যবস্থাপনা হলো একটি ধারণাকে আরেকটি ধারণা দিয়ে প্রতিস্থাপন।

তার মতে, ঘরে বসে কাজ করার মধ্য দিয়ে আমরা এতদিনে সামাজিক পর্যায়ে যেটুকু অর্জন করেছি, তা হয়তো শেষ করে দিচ্ছি। এর পরিবর্তে কি ব্যবস্থা নেয়া হচ্ছে?

দৈনিক বগুড়া

সর্বশেষ: