সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

১৭৮ টিবিপিএস গতির ইন্টারনেটের রেকর্ড

১৭৮ টিবিপিএস গতির ইন্টারনেটের রেকর্ড

বিশ্বের দ্রুততম ইন্টারনেটের রেকর্ড করলেন ব্রিটেনের গবেষকরা। গবেষকরা ইন্টারনেটের গতি পেয়েছেন ১৭৮ টিবিপিএস। ইন্টারনেটের এই স্পিড রেকর্ড করেছেন লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের ড. লিদিয়া গ্যালদিনো ও তার টিম।

এর আগে দ্রুততম ইন্টারনেটের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার । স্পিড ছিল ৪৪.২টিবিপিএস। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন লন্ডনের গবেষকরা। তারা পুরনো রেকর্ড ভেঙে চারগুণ স্পিডে ইন্টারনেট ব্যবহার করলেন। ইন্টারনেটের উচ্চগতি পেতে স্ট্যান্ডার্ড অপটিক ফাইবারের পরিবর্তে হাই রেঞ্জের ওয়েভলেংথ ব্যবহার করেছেন গবেষকরা। এছাড়াও সিগন্যাল বুস্ট করতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে অবিশ্বাস্য গতি পয়েছে ইন্টারনেট।

তবে এই দ্রুততম ইন্টারনেট এখনই বাণিজ্যিক ব্যবহারের জন্য উপযোগী নয় বলেও জানানো হয়েছে। তার জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: