বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মান ঠিক রেখে ছবি পাঠানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

মান ঠিক রেখে ছবি পাঠানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যা‌পে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ব্যবহারে আরো স্বাচ্ছন্দ্য‌বোধ করবেন বলে ধারনা প্রতিষ্ঠান‌টির।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগু‌লোর মধ্যে অন্যতম হলো- চারটি বিভিন্ন ডিভাইসে একই সঙ্গে লগই‌নের সুবিধা। পাশাপাশি এবার থেকে হোয়াটসঅ্যাপে যে‌কো‌নো সাই‌জের ছবি পাঠানো যাবে। আগে পূর্ণ রেজোলিউজশনের ছবি পাঠাতে হলে তা ডকুমেন্ট করে পাঠাতে হতো।

এর আগে হোয়াটসঅ্যাপের প্র‌তিটি অ্যাকাউন্ট একটি মাত্র ডিভাইস থেকে ব্যবহার করা যেত। তাছাড়া, সেই ডিভাইসের সঙ্গে কনেক্ট করে ল্যাপটপ বা কম্পিউটারের ওয়েব থেকে তা ব্যবহার করা যেত। তবে হোয়াটসঅ্যাপ নতুন যে ফিচার আনছে, তাতে এই অ্যাপটি ভিন্ন ভিন্ন চারটি ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এবার থেকে ফোনের সঙ্গে কনেক্ট না করেই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ছবি পাঠালে যাতে মান খারাপ না হয়, তার জন্যে নতুন ফিচার আনছে অ্যাপটি। এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে কোনো ছবি পাঠানোর সময়ে হোয়াটসঅ্যাপ আপনাকে তিনটি কোয়ালিটির অপশন (অটো, বেস্ট কোয়ালিটি এবং ডেটা সেভার) থেকে বেছে নেয়ার সুযোগ দেবে। সেই অনুযায়ী আপনি আপনার পছন্দমতো ছবি পাঠাতে পারবেন।

অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের আপডেটেড সংস্করণে শিগ‌গিরই নতুন এসব ফিচার পাবেন।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস