শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সেলফ চ্যাট ফিচার এলো হোয়াটসঅ্যাপে

সেলফ চ্যাট ফিচার এলো হোয়াটসঅ্যাপে

 

কুইক নোটস ও সেভ লিংকের কথা মাথায় রেখে নতুন ফিচার এনেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এটিকে বলা হচ্ছে সেলফ চ্যাট ফিচার।

ডেক্সটপ অথবা ফোনের ব্রাউজার ব্যবহার করে এটি করতে হবে। সেখানে URL wa.me// আর নিজেদের ১১ ডিজিটের ফোন নম্বর লিখে সার্চ করতে হবে।

যে কোনো ওয়েব ব্রাউজারে সেই ইউআরএল খোলার পর ইউজাররা একটি নতুন ওয়েব পেজের নোটিশ পাবেন। সেখানে লেখা থাকবে চ্যাট অন হোয়াটসঅ্যাপ। এবার কন্টিনিউ টু চ্যাট অপশনটি সিলেক্ট করতে হবে। এবার একটি ডাউনলোড লিংক দেখা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে, যদি ডেক্সটপ ওয়েব ব্রাউজার ব্যবহার করা হয়।

অ্যানড্রয়েড এবং আইওএস সিস্টেম ব্যবহার করলে সেক্ষেত্রেও এই লিঙ্কটি পাওয়া যাবে। অন্য আরেকটি উপায় হল হোয়াটসঅ্যাপ ওয়েব সিলেক্ট করে ডানদিকের নিচের ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে।

এবার সেলফ চ্যাট শুরু হবে। সেখানে নিজেদের নাম দিয়ে বা অন্য কোনও নামও সেভ করে রাখতে পারবে ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী। হোয়াটসঅ্যাপের এই সেলফ চ্যাট ফিচারটি অ্যাপ এবং ওয়েব ক্লায়েন্ট এ ব্যবহার করা যাবে। যা আচমকা কিছু নোট করার প্রয়োজনে খুবই কাজে আসবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: