মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অপরিচিতদের সঙ্গেও চ্যাটিংয়ে সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ

অপরিচিতদের সঙ্গেও চ্যাটিংয়ে সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ

সংগৃহীত

হোয়াটসঅ্যাপ এবারে এমন মানুষদের সঙ্গে সংযোগ করতে সাহায্য করবে, যাদের সঙ্গে আমাদের পরিচিতি নেই। শিগগিরই মেসেজিং অ্যাপে একটি বিকল্প থাকবে যেখানে আমরা সেই সবাইকে দেখতে পাব যাদের কখনো মেসেজ করা হয়নি।

এই সাজেস্টেট কন্ট্যাক্টস নামক নতুন ফিচারটি সর্বশেষ হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে দেখা গেছে, যেখানে তালিকায় থাকা মানুষদের দেখতে পাবেন ইউজাররা যাদের সঙ্গে তারা কখনো চ্যাট করেননি। এই ফিচারের বিশদ বিবরণ এই সপ্তাহে ডব্লিউএবেটা ইনফো শেয়ার করেছে, এবং যদি কোনো অ্যানড্রয়েড বিটা ভার্সন ২.২৪.৯.৫ আপডেটে অ্যাক্সেস থাকে, তবে তারা মূল চ্যাট স্ক্রিনে এটি দেখতে পারেন।

অনেক ব্যবহারকারী মনে করছেন যে, হোয়াটসঅ্যাপের আদৌ প্রয়োজন ছিল না এই ধরনের কোনো ফিচার আনার। যাদের সঙ্গে মেসেজে কথা হয় না সেটি ব্যক্তিগত ইচ্ছা। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় বলেই মনে করছেন নেটাগরিকদের একাংশ। তবে আবার কেউ কেউ এও স্বীকার করেছেন যে এতে কিছু মানুষের আবার উপকার হলেও হতে পারে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: