
সংগৃহীত
লম্বা ছুটিতে গাড়ি নিয়ে রোড ট্রিপে বের হওয়া অনেকেরই স্বপ্ন। খোলা আকাশ, দীর্ঘ রাস্তা আর ভ্রমণের আনন্দ— এ এক অন্যরকম অভিজ্ঞতা। তবে পথে বের হওয়ার আগে গাড়ির নিরাপত্তা নিশ্চিত না করলে আনন্দ ম্লান হয়ে যেতে পারে। হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেলে ভ্রমণ ভোগান্তিতে পরিণত হয়। তাই যাত্রার আগে কিছু মৌলিক পরীক্ষা জরুরি।
১. ইঞ্জিন অয়েল দেখুন
ইঞ্জিন অয়েল গাড়ির প্রাণ। এটি ইঞ্জিন ঠাণ্ডা রাখে, ঘর্ষণ কমায় এবং যন্ত্রাংশ সচল রাখে। অয়েল কম থাকলে ইঞ্জিন দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। ভ্রমণের আগে লেভেল ঠিক আছে কি না দেখুন। অয়েল বেশি কালচে হলে পরিবর্তন করুন। এতে গাড়ি ভালো চলবে, জ্বালানি সাশ্রয় হবে এবং অপ্রত্যাশিত সমস্যা এড়ানো যাবে।
২. কুল্যান্ট ঠিক আছে কি না
দীর্ঘ ভ্রমণে ইঞ্জিন গরম হয়ে যায়। কুল্যান্ট না থাকলে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। তাই যাত্রার আগে রেডিয়েটরে কুল্যান্ট আছে কি না নিশ্চিত হোন। প্রয়োজনে অ্যান্টিফ্রিজ মিশিয়ে নিন। বিশেষ করে গরম বা পাহাড়ি এলাকায় গেলে এটি আরও দরকারি।
৩. ব্রেক ফ্লুইড চেক করুন
ব্রেকের ওপরই নির্ভর করে নিরাপত্তা। ফ্লুইড কম থাকলে ব্রেক ঠিকমতো কাজ নাও করতে পারে। ফ্লুইড বারবার কমে গেলে বুঝবেন ব্রেক প্যাড ক্ষয় হয়েছে বা লিক করছে। এ ক্ষেত্রে মেকানিকের সাহায্য নিন।
৪. টায়ারের চাপ ও অবস্থা
টায়ারের সঠিক চাপ জ্বালানি বাঁচায় এবং দুর্ঘটনার ঝুঁকি কমায়। যাত্রার আগে টায়ারের চাপ মেপে নিন। টায়ারের গ্রিপ বা ট্রেড ঠিক আছে কি না দেখুন। স্পেয়ার টায়ারও পরীক্ষা করতে ভুলবেন না।
৫. উইন্ডস্ক্রিন ওয়াশার ফ্লুইড
স্বচ্ছ উইন্ডস্ক্রিন মানেই নিরাপদ ড্রাইভিং। ধুলা, কাদা বা পোকা সহজে সরাতে ট্যাঙ্কে ফ্লুইড ভরে নিন। শীতে এমন ফ্লুইড ব্যবহার করুন যা জমাট বাঁধে না। ওয়াইপার ব্লেডও ভালো আছে কি না দেখে নিন।
৬. বেল্ট ও হোস পাইপ
গাড়ির হুডের ভেতরের বেল্ট ও হোস পাইপ ইঞ্জিন সচল রাখে। এগুলোতে ফাটল, ক্ষয় বা লিক থাকলে গাড়ি মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। কোনো সমস্যা চোখে পড়লে পরিবর্তন করুন।
৭. ব্যাটারি ঠিক আছে কি না
ব্যাটারি দুর্বল হলে গাড়ি স্টার্ট নিতে সময় নেয়। টার্মিনালে গুঁড়া জমে থাকলে ক্ষয় ধরেছে বুঝবেন। ব্যাটারি শক্তভাবে লাগানো আছে কি না দেখুন। সন্দেহ হলে কাছের ওয়ার্কশপে পরীক্ষা করিয়ে নিন।
৮. সব লাইট পরীক্ষা করুন
হেডলাইট, ব্রেক লাইট, ইন্ডিকেটর, হ্যাজার্ড লাইট—সব সঠিকভাবে জ্বলছে কি না দেখুন। লাইট নষ্ট থাকলে শুধু জরিমানাই নয়, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। ভ্রমণের সময় বাড়তি বাল্ব সঙ্গে রাখুন।
৯. চলমান যন্ত্রাংশে তেল দিন
দরজার কবজা, উইন্ডো বা হুড ল্যাচে তেল দিলে সহজে নড়াচড়া করবে। এতে অপ্রয়োজনীয় শব্দ বন্ধ হবে এবং যন্ত্রাংশ দীর্ঘদিন টিকবে।
১০. জরুরি কিট সঙ্গে রাখুন
যত প্রস্তুত থাকুন না কেন, বিপদ আসতেই পারে। তাই সঙ্গে রাখুন প্রাথমিক চিকিৎসা বাক্স, টর্চ, জ্যাক, জাম্প কেবল, পানি, শুকনো খাবার, কম্বল ও কুল্যান্ট। এগুলো যাত্রাপথে জীবন বাঁচাতে পারে।
রোড ট্রিপ আনন্দের। তবে প্রস্তুতি ছাড়া আনন্দ বিপদে বদলে যেতে পারে। তাই ভ্রমণে বের হওয়ার আগে এই ১০টি বিষয় দেখে নিন। নিরাপদ যাত্রাই রোড ট্রিপের সবচেয়ে বড় আনন্দ।
সূত্র: ঢাকা পোষ্ট