
সংগৃহীত
অ্যাপলের সেপ্টেম্বরের ইভেন্টের আগেই নতুন চমক দিল গুগল। বুধবার ‘মেড বাই গুগল ২০২৫’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে পিক্সেল ১০ সিরিজ। এতে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নানা ফিচার।
গুগলের ঘোষণায় শুধু পিক্সেল ১০ নয়, এসেছে নতুন ফোল্ডেবল মডেল পিক্সেল ওয়াচ ৪ এবং হালনাগাদ এ-সিরিজ ইয়ারবাডস। এতে আরও শক্তিশালী হলো গুগলের হার্ডওয়্যার ইকোসিস্টেম।
টেকক্রাঞ্চ জানায়, এ বছরের মূল আকর্ষণ হলো জেমিনি—গুগলের নিজস্ব জেনারেটিভ এআই। এবার এটি আরও গভীরভাবে যুক্ত হয়েছে গুগলের ডিভাইসগুলোতে। এর নতুন ফিচার জেমিনি লাইভ ব্যবহারকারীদের ক্যামেরা ফিড সরাসরি স্ট্রিম করে ঘর সাজানোর পরামর্শসহ রিয়েল-টাইম সাজেশন দেবে।
পিক্সেল ১০-এর ক্যামেরা এআই-চালিত নতুন টুলস এনেছে। এর মধ্যে ‘ক্যামেরা কোচ’ লাইভ ফিডব্যাক দিয়ে জানাবে—ছবির আলো ঠিক আছে কি না, কম্পোজিশন ভালো হয়েছে কি না। ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়েই ছবি উজ্জ্বল করা, পেছনের অবাঞ্ছিত বস্তু মুছে ফেলা কিংবা ব্যাকগ্রাউন্ড পাল্টে ফেলতে পারবেন।
বিশ্লেষকদের মতে, এআইকে গভীরভাবে মূল প্রোডাক্টে যুক্ত করে গুগল সরাসরি অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় নামল। প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আবারও শুরু হতে যাচ্ছে এক নতুন প্রতিযোগিতা।
সূত্র: কালবেলা