শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপবিত্র অবস্থায় আল্লাহর জিকির করা যাবে কি?

অপবিত্র অবস্থায় আল্লাহর জিকির করা যাবে কি?

জিকির-আজকার করা এমন এক প্রশংসনীয় ইবাদত, যা সবসময় সর্বাবস্থায় দাঁড়িয়ে, বসে, শুয়ে, অজু ছাড়াই করা যায়। সবসময় সর্বাবস্থায় জিকির-আজকার অজু ছাড়া জিকির-আজকার করায় কোনো দোষ বা সমস্যা নেই বরং এটি অত্যন্ত প্রশংসনীয় ভালো কাজ ও ইবাদত।  

আল্লাহ তাআলা মুমিন বান্দাকে বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। তবে নাপাক বা অপবিত্র অবস্থায় কোরআন পাঠে বাধা রয়েছে। এ বিষয়ে মহান আল্লাহ বলেছেন,

إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ١٩٠ ٱلَّذِينَ يَذۡكُرُونَ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِهِمۡ

“নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে।” (সূরা আলে ইমরান ১৯০-১৯১ আয়াত)

আরবি হাদিস:

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَذْكُرُ اللهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ. رواهُ مسلم

বাংলা অর্থ:
আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, ‘আল্লাহর রাসূল (সা.) সর্বক্ষণ (সর্বাবস্থায়) আল্লাহর জিকির করতেন।’ (মুসলিম ৩৭৩, তিরমিযী ৩৩৮৪, আবূ দাউদ ১৮, ইবনু মাজাহ ৩০২, আহমাদ ২৩৮৮৯, ২৪৬৭৪, ২৫৮৪৪)। 

দৈনিক বগুড়া