শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী সেবা

আদমদীঘিতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী সেবা

বগুড়ার আদমদীঘিতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সেবা (১৬) নামের এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চক সাবাজ গ্রামে গত বুধবার রাত সাড়ে ১২ টায়।

জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চক সাবাজ গ্রামের শরীফ উদ্দিনের মেয়ে স্কুল ছাত্রী সেবা (১৬) এর সাথে একই উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের আকরাম চৌধুরীর ছেলে অন্তর চৌধুরী (১৯) এর বিয়ে ঠিক হয়। গত বুধবার রাতে বিয়ের সকল আয়োজন করা হয় কনের বাড়িতে। ওই রাতেই বর যাত্রী কনের বাড়িতে পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ ও থানার এএসআই আশরাফুল ইসলাম বিয়ের আসরে পৌঁছে বাল্য বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনের বাবা শরীফ উদ্দিনের নগদ ৫ হাজার টাকা জরিমানা ও বর অন্তর চৌধুরীর এক মাসের কারাদন্ড প্রদান করেন।

দৈনিক বগুড়া